
প্রিন্ট: ২১ জুলাই ২০২৫, ১১:৩৮ পিএম
আজও ডিএসসিসির নগর ভবনে বিক্ষোভ, সেবা কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০১:৪১ পিএম

ছবি : সংগৃহীত
ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে আজও বন্ধ নগর ভবনের কার্যক্রম ও সেবা।
রোববার (২৫ মে) সকাল থেকেই জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা নগর ভবনের নিচতলায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেবাপ্রার্থীরা এসে ফিরে যাচ্ছেন।
অবস্থানকারীরা বলেন, ইশরাক হোসেন আদালতের সিদ্ধান্তে মেয়র হয়েছেন, তাঁকে অতি দ্রুত শপথ পড়ানো হোক। তা না হলে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন এভাবেই অচল থাকবে। তাঁরা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজকেও আমাদের অবস্থান ও কর্মবিরতি চলমান। আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা চাই দ্রুত শপথ দেওয়া হোক। তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব।
নগর ভবনের কার্যক্রম ও সেবা বন্ধ থাকায় আজও অনেক সেবাপ্রার্থী এসেছেন সেবা নিতে। জন্ম সনদ, মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স ফি জমাদানসহ নানা গুরুত্বপূর্ণ কাজে এসে তাঁদের ফিরে যেতে হচ্ছে।
আজ টানা অষ্টম দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গত ১৫ মে তালা দেওয়া হয় নগর ভবনে। পরে সেদিন ওই তালা খুলেও দেওয়া হয়। তারপর গত ১৭ মে থেকে টানা অবরুদ্ধ নগর ভবন।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত ৯ দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তাঁর সমর্থকেরা। ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে করা রিট উচ্চ আদালত খারিজ করার পর ইশরাক আন্দোলন স্থগিত করেছেন।