Logo
Logo
×

রাজধানী

ডিআইজির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৯:২৯ পিএম

ডিআইজির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

ছবি : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ

রাজধানীর কামরাঙ্গীরচরের কালুনগর এলাকার বিশিষ্ট সমাজসেবক শাকিল আহমেদের বাসভবনের সীমানা প্রাচীর ও নির্মাণকাজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শাকিল আহমেদ জানান, ১৯৮৯ সালের ১৮ এপ্রিল তিনি কামরাঙ্গীরচর থানাধীন কালুনগর মৌজার বেরিবাঁধ এলাকায় ২০ কাঠা জমি ক্রয় করেন এবং পরে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে ভোগদখল করে আসছেন। এলাকাবাসীর উদ্যোগে জমি ভরাট করে প্রশস্ত রাস্তা তৈরি করা হয়, যার স্বাক্ষরিত অঙ্গীকারনামা রয়েছে, যেখানে পুলিশের ডিআইজি আব্দুর রউফও স্বাক্ষর করেছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি প্রশাসনের কিছু ব্যক্তির প্রভাবের কারণে তার জমির নির্মাণকাজ বন্ধ করা হয়েছে, এমনকি রাজউক থেকে নোটিশও পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, ডিআইজি আব্দুর রউফের পক্ষ থেকে তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শাকিল আহমেদ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে তিনি তার সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে পারেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন