
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম
চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০২:০৫ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকার কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মধ্যরাতে একটি বাসায় ঢুকে ভাঙচুর, ভয়ভীতি দেখানো এবং মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।
সোমবার (৫ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর এ তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল ওয়াদুদ গত ২ মে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৯ এপ্রিল মধ্যরাতে এসআই বেলালের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এবং ১৫-২০ জনের একটি দল তার বাড়িতে প্রবেশ করে। তারা জোরপূর্বক দরজা ভাঙার চেষ্টা করে এবং ভয় সৃষ্টি করে।
অভিযোগে বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। পরিস্থিতির চাপে পড়ে তিনি ২ লাখ টাকা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে ব্যাংকিং আওয়ারের মধ্যে আরও টাকা দেওয়ার শর্তে কয়েকজনকে পাহারায় রেখে যাওয়া হয়।
ডিএমপিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় তদন্ত চলছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।