Logo
Logo
×

রাজধানী

বিকৃত যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দুই নারী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৯:৪৩ পিএম

বিকৃত যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দুই নারী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় 'ফেমডম সেশন' নামে বিকৃত যৌন নির্যাতনের আয়োজন ও তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শিখা আক্তার (২৫) এবং সুইটি আক্তার জারা (২৫)।

বৃহস্পতিবার (১ মে) ভোররাতে বসুন্ধরার জি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাটারা থানা পুলিশ। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে চাবুক, বিশেষ ধরণের পোশাক, হাই হিল বুট এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেগুলো নির্যাতন কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি সম্প্রতি ফেসবুকে একটি অ্যাকাউন্টে প্রবেশ করে দেখেন সেখানে বিকৃত যৌন নির্যাতনের ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, এক বা একাধিক নারী 'মিসট্রেস' সেজে নগ্ন পুরুষদের শারীরিকভাবে নির্যাতন করছেন।

এই ভিডিওগুলো টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তথ্যমতে, নির্যাতনের শিকার পুরুষরা টাকা দিয়ে এই 'ফেমডম সেশন'-এ অংশগ্রহণ করতেন।

আব্দুল্লাহ নিজে বিষয়টি যাচাই করতে অভিযুক্তদের সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন এবং ৫০০ টাকা বিকাশে পাঠান। পরে তাকে নির্ধারিত ফ্ল্যাটে যেতে বলা হয়। ৩০ এপ্রিল তিনি সেখানে গিয়ে নিজের চোখে একজন পুরুষকে উলঙ্গ করে মারধর ও ভিডিও ধারণের ঘটনা প্রত্যক্ষ করেন।

ঘটনার পর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে শিখা ও সুইটিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এই অপরাধচক্রের আরও সদস্য শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন