Logo
Logo
×

রাজধানী

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক জটিলতা, গভর্নিং বডির চেয়ারম্যানের অপসারণ দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক জটিলতা, গভর্নিং বডির চেয়ারম্যানের অপসারণ দাবি

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেলিকম) জহিরুল ইসলামের অপসারণ দাবি করেছেন প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত শিক্ষকরা। সম্প্রতি তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, বিগত সরকারের পতনের পর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি ভেঙে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও, জহিরুল ইসলাম তিন মাস পেরিয়ে গেলেও সেই কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

শিক্ষকদের অভিযোগ, তিনি ও আগের সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত বর্তমান অধ্যক্ষ একযোগে অনৈতিকভাবে কিছু সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। এতে করে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সুশাসন ব্যাহত হচ্ছে।

অভিভাবকদের একাংশের মতে, নিয়মিত গভর্নিং বডি গঠনের জন্য দ্রুত এডহক কমিটি গঠন জরুরি। কারণ, এডহক কমিটি ছাড়া নিয়মিত কমিটির নির্বাচনের পথ নেই, যা এই বিশৃঙ্খল অবস্থার অবসান ঘটাতে সহায়ক হবে।

এছাড়া, বর্তমান অধ্যক্ষকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা। পাশাপাশি গভর্নিং বডির চেয়ারম্যান জহিরুল ইসলামকে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন