Logo
Logo
×

রাজধানী

বেঙ্গল শিল্পালয়ে আলোকচিত্রপুরাণ গ্রন্থের প্রকাশনা উৎসব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪০ পিএম

বেঙ্গল শিল্পালয়ে আলোকচিত্রপুরাণ গ্রন্থের প্রকাশনা উৎসব

ছবি : সংগৃহীত

বাংলা ভাষায় আলোকচিত্রচর্চার প্রাথমিক প্রবন্ধসমূহকে ঘিরে তৈরি বহুমাত্রিক সংকলন আলোকচিত্রপুরাণ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বইটি সম্পাদনা করেছেন সাহাদাত পারভেজ এবং প্রকাশ করেছে দেশের অন্যতম খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ। আলোকচিত্রপুরাণ গ্রন্থটিতে স্থান পেয়েছে বাংলায় আলোকচিত্র বিষয়ে রচিত প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ, যা এই ধারার পাঠকদের জন্য এক দুষ্প্রাপ্য ও মূল্যবান সংযোজন।

উৎসবে বইটি নিয়ে আলোচনায় অংশ নেবেন খ্যাতিমান আলোকচিত্রী ও শিক্ষাবিদ ড. শহিদুল আলম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, কথাসাহিত্যিক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, কাউন্টার ফটো’র অধ্যক্ষ সাইফুল হক অমি এবং শিল্পকলা একাডেমির পরিচালক ও কিউরেটর তানজিম ওয়াহাব।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির সম্পাদনার অভিজ্ঞতা এবং নির্মাণ প্রক্রিয়ার নেপথ্যের গল্প তুলে ধরবেন সম্পাদক সাহাদাত পারভেজ ও কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন