
প্রিন্ট: ২২ জুলাই ২০২৫, ১২:৩৪ এএম
ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম

ছবি : সংগৃহীত
আজ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা। সকাল ১০টার পর থেকেই ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকায় স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
- ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সের সীমা নির্ধারণ এবং উন্নত মানের চার বছরের কারিকুলাম চালু করা।
- ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
- কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল ছাড়া কারিগরি সেক্টরের বিভিন্ন পদে নিয়োগ নিষিদ্ধ করা।
- কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা।
- পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
বিক্ষোভের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তারা জানান, এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।