Logo
Logo
×

রাজধানী

রাজু ভাস্কর্যে প্রতীকী ফাঁসি-কফিন সমাবেশ: বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্তাদের গ্রেপ্তারের দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম

রাজু ভাস্কর্যে প্রতীকী ফাঁসি-কফিন সমাবেশ: বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্তাদের গ্রেপ্তারের দাবি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নিপীড়ন বিরোধী জুলাই মঞ্চের উদ্যোগে এক প্রতীকী ফাঁসি ও কফিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত সমাবেশে দেশের প্রধান মাফিয়া পরিবার হিসেবে পরিচিত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বক্তাদের অভিযোগ:

সমাবেশে বক্তারা নিম্নলিখিত গুরুতর অভিযোগ উত্থাপন করেন:

১) জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ।

২) সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে গোপনে ষড়যন্ত্র ও অর্থায়নের অভিযোগ।

৩) কলেজ ছাত্রী মোসারাতা জাহান মুনিয়াকে হত্যার অভিযোগ।

৪) বসুন্ধরার পরিচালক সাব্বির হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ।

৫) কমপক্ষে সাতজন গৃহকর্মীকে হত্যা করার অভিযোগ।

৬) ভূমিদস্যুতা ও অবৈধ দখলদারিত্বের অভিযোগ।

৭) সোনা চোরাচালান ও অবৈধ ব্যবসার অভিযোগ।

৮) সাবেক এমপি আনার হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ।

নিপীড়ন বিরোধী জুলাই মঞ্চের আহ্বায়ক শীমুল চৌধুরী ও সদস্য সচিব জাকি সুমন বলেন, বাংলাদেশে কোনো মাফিয়া পরিবার আইনের ঊর্ধ্বে নয়। একের পর এক হত্যাকাণ্ড, ভূমিদস্যুতা ও অর্থনৈতিক দুর্নীতির মাধ্যমে দেশের জনগণের সম্পদ লুটে নেওয়া এই অপরাধীদের এখনই বিচারের আওতায় আনতে হবে। আমরা অবিলম্বে সায়েম সোবহান আনভীর ও আহমেদ আকবর সোবহানের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সমাবেশ থেকে জানানো হয়, যদি অবিলম্বে এই মাফিয়া পরিবারকে গ্রেপ্তার করা না হয়, তাহলে নিপীড়ন বিরোধী জুলাই মঞ্চ দেশব্যাপী আরও কঠোর আন্দোলন শুরু করবে। পরবর্তী কফিন সমাবেশ আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন