Logo
Logo
×

রাজধানী

ভোর রাতে ঢাকায় জননিরাপত্তা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

ভোর রাতে ঢাকায় জননিরাপত্তা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা তার বারিধারাস্থ বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। পরবর্তীতে নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত যান। পথিমধ্যে তিনি আশপাশের কিছু অলিগলিও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি রাজধানীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন