
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম
সূত্রাপুরে সুইট নেশনের ৭তম ব্রাঞ্চ উদ্বোধন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

রাজধানী পুরান ঢাকার ২৮/১ কাঠেরপুল, বানিয়া নগর, সূত্রাপুর এলাকায় জনপ্রিয় মিষ্টি ব্র্যান্ড সুইট নেশন তার সপ্তম ব্রাঞ্চের উদ্বোধন করেছে।
নারায়ণগঞ্জ থেকে পরিচালিত এই সুস্বাদু মিষ্টির ব্র্যান্ডের মাধ্যমে এখন ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ৭টি ব্রাঞ্চ চালু হলো। ঢাকায় ৪টি এবং নারায়ণগঞ্জে ৩টি আউটলেট নিয়ে সুইট নেশন তার ব্যবসায়িক পরিসর আরও বিস্তৃত করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ব্রাঞ্চটির উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, নবাব টোব্যাকোর পরিচালক আরশীফ আলী, জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ।
সুইট নেশন স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর বিশুদ্ধ দুধ ব্যবহার করে মিষ্টি ও দই উৎপাদন করে। ব্র্যান্ডটির প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ জানান, সুইট নেশনের ৫০টিরও বেশি মিষ্টির আইটেম রয়েছে, পাশাপাশি বার্থডে কেক, পার্টি কেক এবং স্ন্যাকস সামগ্রীও প্রস্তুত করা হয়।
তিনি আরও বলেন, ভোক্তাদের চাহিদার ভিত্তিতে পণ্যের মান বজায় রেখে নতুন নতুন পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জ, ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে আরও আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে।
সুইট নেশন প্রথমে ২০১৮ সালে গ্রীন বেল ডেইরি রেঞ্চ নামক ডেইরি ফার্মের মাধ্যমে যাত্রা শুরু করে। পরে ২০২০ সালে নারায়ণগঞ্জের কলেজ রোডে প্রথম আউটলেট চালু করা হয়। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ার পর পর্যায়ক্রমে আরও আউটলেট চালু করা হয়।
সুইট নেশনের বর্তমান ৭টি ব্রাঞ্চের ঠিকানা:
প্রথম ব্রাঞ্চ: নারায়ণগঞ্জ, কলেজ রোড (রূপায়ণ টাওয়ারের বিপরীতে)।
দ্বিতীয় ব্রাঞ্চ: নারায়ণগঞ্জ, বঙ্গবন্ধু রোড (গলাচিপার বেনু টাওয়ার, নিচতলায়)।
তৃতীয় ব্রাঞ্চ: ঢাকা, মোহাম্মদপুর, আসাদ এভিনিউ।
চতুর্থ ব্রাঞ্চ: ঢাকা, ৪৪৬ ধনিয়া রোড, শনির আখড়া।
পঞ্চম ব্রাঞ্চ: নারায়ণগঞ্জ, নবাব সলিমুল্লাহ রোড, মিশন পাড়া।
ষষ্ঠ ব্রাঞ্চ: ঢাকা, মিরপুর-৬, প্রশিকা মোড়।
সপ্তম ব্রাঞ্চ: ঢাকা, সূত্রাপুর, কাঠেরপুল, বানিয়া নগর।
সুইট নেশন তার সুস্বাদু, মানসম্মত ও স্বাস্থ্যকর মিষ্টি ও দই নিয়ে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ।