Logo
Logo
×

রাজধানী

উত্তরায় দম্পতি হামলার ঘটনায় জড়িত পুরো চক্র গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

উত্তরায় দম্পতি হামলার ঘটনায় জড়িত পুরো চক্র গ্রেফতার

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেফতার হওয়া তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে গ্রেফতারের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'বেপরোয়া' বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান এবং তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার রাতে মো. মোবারক হোসেন এবং রবি রায় নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরের দিন মঙ্গলবার ওই দম্পতিকে সরাসরি আঘাত করার ঘটনায় জড়িত আলফাজ নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। গ্যাংয়ের এই সদস্যরা প্রত্যেকে মাদকাসক্ত এবং উত্তরা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত।

উল্লেখ্য, সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে 'বেপরোয়া' বাইক চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল এবং নাসরিন দম্পতি এর প্রতিবাদ জানান। রিকশায় ধাক্কা দেয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং কিল-ঘুসি মারতে শুরু করে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর হামলা করে।

আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন