Logo
Logo
×

রাজধানী

মিরপুরে ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম

মিরপুরে ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের মাজার রোড বাতেন নগর এলাকায় ১০৭ বছরের পুরোনো গাবতলী খেলার মাঠ দীর্ঘদিন ধরে একটি চক্র দখল করে রেখেছে। মাঠটি দখল করে সেখানে গাড়ির ওয়ার্কশপ ও স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করা হচ্ছে।

ঐতিহ্যবাহী এই মাঠ পুনরুদ্ধারের দাবিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) এলাকাবাসী, শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, হজরত শাহ আলী মডেল হাই স্কুল, কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন আদর্শ হাই স্কুল, অক্সফোর্ড প্রি-ক্যাডেট হাই স্কুল, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি এবং আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন।

গাবতলী মাঠের অভ্যন্তর ও মাজার রোডের দুই পাশে হাজারো মানুষের জমায়েত ঘটে। মানববন্ধনে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা শাফায়াত রাব্বি আরাফাত, স্থানীয় যুবদল নেতা শুভ্র, ভুট্টু, রাসেল, খোকন, রিকন, ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এলাকাবাসীর দাবি, ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে যান। তবে, বিগত সরকারের সময় রাজনৈতিক মদদে মাঠের তত্ত্বাবধায়ক বাবলা এটি দখলে নেন এবং করোনা মহামারির সময় সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেন।

ঢাকা-১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাকসুদ বলেন, বিগত সরকারের সংসদ সদস্য আসলামের ছত্রছায়ায় বাবলা মাঠটি দখল করেন এবং অবৈধভাবে ইজারা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠা গড়ে তোলেন।

তিনি আরও বলেন, এটি ১০ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ। এখানে আশপাশের ১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করতেন, যা এখন আর সম্ভব হচ্ছে না। আমরা দ্রুত মাঠ দখলমুক্ত করার দাবি জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হৃদয় স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের পতনের ৬ মাস পেরিয়ে গেলেও মাঠটি এখনও দখলমুক্ত হয়নি। এটি দ্রুত দখলমুক্ত করে শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে হবে।

মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী মাহিম আহমেদ বলেন, আমাদের মাঠ দখলমুক্ত করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠকে খেলার উপযোগী করতে হবে।

শিক্ষার্থীরা মানববন্ধনে বিভিন্ন স্লোগান দেয়, যেমন— "মাঠ চাই, মাঠ চাই!", "জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে!", "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন!", "আমাদের দাবি মানতে হবে!"

দারুসসালাম থানার এসআই মিরাজ জানান, মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মাঠটি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন