Logo
Logo
×

রাজধানী

উত্তরায় তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

উত্তরায় তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের হাতে তিন শিক্ষার্থী আটকের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।  

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় হামলা চালায়। এ সময় থানার দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেবের ওপর আক্রমণ করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে থানার কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করা হয়। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামে তিন শিক্ষার্থীকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পরে তাদের উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করে।  

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, তিন সহপাঠীকে আটকের খবর পেয়ে তারা উত্তরা পূর্ব থানায় গেলে জানতে পারেন, তাদের আসলে উত্তরা পশ্চিম থানার পুলিশ আটক করেছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানার সামনে ইটপাটকেল নিক্ষেপ ও গেটে হামলা চালায়।  

এদিকে উত্তরা পশ্চিম থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র থানায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।  

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জানান, আটক শিক্ষার্থীদের মুক্ত করতে এই হামলা চালানো হয়।  

ঘটনার পর থানায় হামলার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পুলিশ। তাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা শান্ত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন