শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ এএম

ছবি : সংগৃহীত
রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হাতে মিনহাজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিনহাজের বন্ধু শামীম জানিয়েছেন, মিনহাজ দুইদিন আগে ‘কিং মাহফুজ তানজিল’ নামে একজনকে মারপিট করেছিলেন। মঙ্গলবার এই বিষয়টি মীমাংসা করার জন্য সবাই বসেছিল। তখন কিং মাহফুজ, শাহ আলম, শাওন, সাইফুলসহ কয়েকজন মিনহাজকে কুপিয়ে আহত করেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীম আরও জানিয়েছেন, মিনহাজ যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।