Logo
Logo
×

রাজধানী

রমজানে ন্যায্যমূল্যে ঢাকার ১০০ পয়েন্টে ডিম-মুরগি বিক্রি হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ এএম

রমজানে ন্যায্যমূল্যে ঢাকার ১০০ পয়েন্টে ডিম-মুরগি বিক্রি হবে

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) আসন্ন রমজান মাস উপলক্ষে ঢাকা শহরের ১০০টি স্থানে ন্যায্যমূল্যে ডিম, মুরগি ও কৃষিজাত পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। আগামী ১২ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে, প্রথমে রাজধানীর ২০টি স্থানে এটি বাস্তবায়িত হবে এবং পরে তা পর্যায়ক্রমে ১০০টি স্থানে সম্প্রসারিত হবে।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, "রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্য পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই পণ্য পেতে পারেন।"

তিনি আরও অভিযোগ করেন যে, বর্তমানে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো খাদ্য, বাচ্চা, ডিম এবং মুরগি উৎপাদন করছে, যার ফলে ছোট খামারিরা বাজারে প্রতিযোগিতা করতে পারছেন না। এ জন্য তিনি করপোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুধুমাত্র ফিড ও বাচ্চা উৎপাদনেই সীমাবদ্ধ রাখার দাবি জানান, যাতে প্রান্তিক খামারিরা তাদের উৎপাদন অব্যাহত রাখতে পারেন।

সুমন হাওলাদার আরও বলেন, বর্তমানে সিন্ডিকেটের মাধ্যমে ফিড ও মুরগির বাচ্চার অযৌক্তিক মূল্য বাড়ানো হচ্ছে, যা প্রান্তিক খামারিদের জন্য বড় সমস্যা সৃষ্টি করছে। ফলে, খামারিরা তাদের উৎপাদন খরচ সামলাতে পারছেন না। তিনি এ সিন্ডিকেট বন্ধ করে সাশ্রয়ী মূল্যে ফিড ও বাচ্চা সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন