Logo
Logo
×

রাজধানী

কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিএসএমএমইউ’র চিকিৎসকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিএসএমএমইউ’র চিকিৎসকরা

শাহবাগ ছাড়লো বিএসএমএমইউ’র ট্রেইনি চিকিৎসকরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শাহবাগে তাদের সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তারা জানিয়েছেন, এ সময় পর্যন্ত কর্মবিরতি চলবে। রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তারা শাহবাগ সড়ক ছেড়ে যান।

এর আগে, রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আলোচনা করতে সচিবালয়ে যান, যেখানে মন্ত্রণালয় থেকে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন।

এক পর্যায়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম সেখানে উপস্থিত হন এবং চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে, চিকিৎসকরা তাতেও রাজি হননি।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শাহবাগে এসে বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে দাবিগুলো মানার লিখিত ঘোষণা আসতে হবে এবং আগামী মাস থেকে কার্যকর করতে হবে।

এরপর আন্দোলনকারী চিকিৎসকরা আল্টিমেটাম ঘোষণা করে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন এবং ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন