Logo
Logo
×

রাজধানী

সিলিন্ডার বিস্ফোরণ

স্বামীর মৃত্যুর পাঁচদিন পরে স্ত্রীও না ফেরার দেশে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

স্বামীর মৃত্যুর পাঁচদিন পরে স্ত্রীও না ফেরার দেশে

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমা আক্তারের (৩২) মৃত্যু হয়েছে। এর আগে স্বামী মো. আব্দুল খলিলের মৃত্যু হয়। 

এ ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসাধীন- আব্দুল্লাহ (১৩), মো. (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

শনিবার (৩০ নভেম্বর) ভোরের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুরের পল্লবী থেকে সাতজন দগ্ধ হয়ে এসেছিল। তাদের মধ্যে আব্দুল খলিলের মৃত্যু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রুমা আক্তার নামের আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রুমার শরীরে ২০ শতাংশ দগ্ধ ছিল। বাকি পাঁচজন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নিহতের ভাই আব্দুল হালিম জানান, রবিবার (২৪ নভেম্বর) ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ আমার বোন মারা গেছে।

তিনি জানান, দুলাভাই খলিল তার রুমে রাতের দিকে মশার কয়েল জ্বালানোর সময় হঠাৎ রুমে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় দুলাভাই আব্দুল খলিল, বোন রুমা আক্তার, ভাগনে আব্দুল্লাহ, আরও এক ভাগনে মোহাম্মদ ও ইসমতসহ স্বপ্না এবং শাহজাহানকে ভর্তি করা হয়।

তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলার তজুমদ্দীন থানায়। বর্তমানে মিরপুরে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন