Logo
Logo
×

রাজধানী

ডেমরায় সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পিএম

ডেমরায় সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকার একটি বাসার চারতলা সিঁড়ি থেকে নিচে পড়ে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূ সোনিয়া বরগুনা জেলার পাথরঘাটা থানার কালিপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ডেমরা সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বামী মো. বশির মিয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ। সকাল সাড়ে ৭টার দিকে আমি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি। পরে আমি শুনতে পাই আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

তিনি জানান, ঘরে একটি বিড়াল প্রতিদিন এই ঝামেলা করত। ওই বিড়ালকে তাড়িয়ে দেওয়ার সময় বিড়ালের পিছু পিছু চার তলার সিঁড়ি দিয়ে উপরে উঠতে নেয় অসবধানতা বসতে সিঁড়ি থেকে সে নিচে পড়ে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন