
রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, পবিত্র ঈদুল আজহার দিন দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এতে ভ্যাপসা গরমের তীব্র কষ্ট কমার সম্ভাবনা নেই। ঈদের পরের দিনও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন-চার দিন, অর্থাৎ ঈদের দিন থেকে শুরু করে তার পরের দুই দিনও একই ধরনের ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। তবে সামনের কয়েক দিনে বৃষ্টিও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে ঈদের দিন সকাল থেকে নামতে পারে বৃষ্টি। দিনভর তা চলতে পারে। আর খুলনাসহ আশপাশের জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।