Logo
Logo
×

রাজধানী

জুরাইনে গণসংযোগকালে জামায়াতের নেত্রীর উপর হামলা!

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

জুরাইনে গণসংযোগকালে জামায়াতের নেত্রীর উপর হামলা!

ছবি : সংগৃহীত

ঢাকা-৪ আসনে নির্বাচনি গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী নেত্রী ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, ঢাকা-৪ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগে অংশ নেন দলটির নারী নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

জামায়াতে ইসলামীর রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় হামলায় গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় আহত নারী নেত্রী এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। কে বা কারা এই হামলা করেছে এটি এখনো নিশ্চিত জানা যায়নি।

জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামীর রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি কে মাথায় হামলা করে পালিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরো বলেন, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে থানা কে অবগত করা হয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান যুগান্তরকে ফোনে বলেন, আমরা বিষয়টি অবগত কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন