Logo
Logo
×

রাজধানী

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ব্যাংক কর্মীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল ব্যাংক কর্মীর

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের প্রতিযোগিতার সময় এর মাঝখানে পিষ্ট হয়ে আবুল কাশেম আজাদ নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম আজাদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর দক্ষিণখান আশকোনা এলাকায় বসবাস করতেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) খিলক্ষেত শাখার কর্মচারী ছিলেন তিনি।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি নাসিরুল আমীন বলেন, যতটুকু জানা গেছে, দুটি বাসের রেষারেষিতে আবুল কাশেম নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় ভিক্টর পরিবহন ও রাইদা পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভিক্টর পরিবহনের চালক রফিকুল আলমকে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত আবুল কাশেমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন