যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মুরগি বহনকারী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন খায়রুল হোসেন কামরুল (২০) ও মো. ইয়াসিন (২৭)। তারা একই মোটরসাইকেলে ছিলেন।
শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রথমে রাত ১১টার দিকে চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনও মারা যান।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মাহাদি ইসলাম জানান, রাতে শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মুরগি বহনকারী ট্রাক কামরুল ও ইয়াসিনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



