কারওয়ান বাজারে আধিপত্যের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা খুন, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।
ডিবি প্রধান বলেন, কারওয়ান বাজারে প্রকাশ্য ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত ৮-৯টি সিন্ডিকেট সক্রিয়। মুছাব্বিরকে ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী পরদিন তেজগাঁও থানায় চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী মো. রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে; তার কাছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে জিন্নাত, আবদুল কাদির, মো. রিয়াজ ও মো. বিলালকে গ্রেপ্তার করা হয়েছিল। এ পর্যন্ত মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে।
ডিবি প্রধান বলেন, হত্যাকারীরা ভাড়াটে এবং কারওয়ান বাজারের চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত। প্রাথমিক জবানবন্দিতে উঠে এসেছে, দেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী বিনাস এর নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক দল নয়; চাঁদাবাজির জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আশ্রয় নেয়।
শফিকুল ইসলাম আরও বলেন, দেশের নির্বাচন সামনে; কিছু পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চলতি মাসে ডিবি সর্বাধিক সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।



