Logo
Logo
×

রাজধানী

আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম

ছবি : সংগৃহীত

ঢাকা ময়মনসিংহ সড়ক সংলগ্ন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের অংশে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৩ জানুয়ারি) ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মী রফিকুল ইসলাম জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ ফ্লাইওভারের নিচের সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, সড়ক ও জনবহুল স্থানের পাশাপাশি পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালগুলোতেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এ জন্য ৩৬০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে ২৯টি খাল ও একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে এবং খালের পাশে স্থাপন করা হয়েছে ১,৩০০টি সীমানা পিলার।

খাল ও রিটেনশন পন্ডের জন্য জিআইএস ডাটাবেইজ ও হটস্পট ম্যাপ তৈরি করা হয়েছে। এ বিষয়ে ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিআইএস প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রামপুরা পাম্পিং স্টেশনে পাঁচটি ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প চালু রয়েছে। নতুন একটি ৫ কিউমেক পাম্পও স্থাপন করা হয়েছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনে রয়েছে তিনটি ৩.৩ কিউমেক এবং দুটি ৫ কিউমেক পাম্প। পাশাপাশি নতুন ১৬ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প হাউজ নির্মাণের কাজ চলছে।

কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে প্রায় ১.১২ লাখ ঘনমিটার স্লাজ ও মাটি অপসারণ করে জলাধারের ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কল্যাণপুর ও রামপুরা ছাড়াও মিরপুর ও আব্দুল্লাহপুরে দুটি ছোট পাম্প স্টেশন রক্ষণাবেক্ষণ করে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে।

ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও জলাবদ্ধতা নিরসনে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন