সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষের শুরু হওয়ার প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে লিপ্ত থাকে, যা এখনও চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ঢাকা কলেজের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এর পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়।
সরেজমিনে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে মিরপুর যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মাধ্যমে উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ হয়েছিল। হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগান দিয়ে তারা ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল। কিন্তু অঙ্গীকার মাত্র এক মাস স্থায়ী হয়; ১০ ডিসেম্বর ফের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং ঢাকার কলেজের দুটি বাস ভাঙচুরের শিকার হয়।



