Logo
Logo
×

রাজধানী

আলটিমেটাম দিয়ে অটোরিকশাচালকদের অবরোধ প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

আলটিমেটাম দিয়ে অটোরিকশাচালকদের অবরোধ প্রত্যাহার

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশাচালকরা। দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর তারা সাময়িকভাবে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন চালকরা। এর ফলে কুড়িল থেকে বাড্ডা ও রামপুরাগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামবেন তারা। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা দেওয়া হবে না—এমন আশ্বাসও পেয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চালকরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন