Logo
Logo
×

রাজধানী

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮ একটি সাততলা ভবনে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের সূত্রপাত ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে সকাল সাড়ে ৭টার দিকে হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, এখন পর্যন্ত একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এর মধ্যে তিনজন কুয়েত মৈত্রী হাসপাতালে এবং দুজন মনসুর আলী ও লুবনা জেনারেল হাসপাতালে মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী গ্রামের রোদেলা (১৪), মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭)। কুমিল্লা সদর উপজেলার নুনুয়া ও দিঘীরপাড় এলাকার একই পরিবারের তিনজন মারা গেছেন; মো. রিশান (২ মাস ৫ দিন), আফরোজা আক্তার (৩৭) ও ফজলে রাব্বি (৩৮)।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

আফরোজা আক্তারের পরিবারের সূত্রে জানা গেছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তাঁর শরীরে কোনো পোড়া চিহ্ন নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানও জানিয়েছেন, আফরোজার মৃত্যু ধোঁয়ার কারণে ঘটেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনের সময় তারা অফিস বন্ধের দিন হওয়ায় সন্তানদের একত্রে বাসায় রেখেছিলেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে আসেন, কিন্তু দুঃখজনকভাবে সবকজনকে বাঁচানো সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন