ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনও কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধে নেমেছেন।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৭ সালে পূর্ববর্তী সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। এর ফলে শিক্ষার্থীরা ফলাফল ও প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতায় পড়ছেন। তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্টার ভবনে পাঠায়, রেজিস্টার ভবন আবার কলেজে পাঠায়। কলেজ কর্তৃপক্ষ বলে তারা বোর্ডের অধীনে, কোনো দায়িত্ব নেই। এভাবে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে।”
শিক্ষার্থীরা আরও জানান, সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দিয়ে ভর্তি পরীক্ষা নিলেও এখনও অধ্যাদেশ জারি করেনি। তারা অভিযোগ করেন, বারবার অধ্যাদেশের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যেই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
শিক্ষার্থীদের দাবি, চূড়ান্ত অধ্যাদেশ ছাড়া তাদের ক্লাস, ফলাফল ও শিক্ষাজীবন অনিশ্চয়তায় রয়েছে। তাই অবিলম্বে অধ্যাদেশ জারি করে সমস্যার সমাধান করতে হবে।



