Logo
Logo
×

রাজধানী

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও মারাত্মকভাবে দূষিত।

রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা ২৪৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে ভিয়েতনামের হ্যানয় শহর ২৭৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ভারতের দিল্লি ২১৫ স্কোর নিয়ে তৃতীয়, চীনের চেংদু ২১৩ স্কোর নিয়ে চতুর্থ এবং ভিয়েতনামের হো চি মিন শহর ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার প্রতিমুহূর্তে বাতাসের মান পর্যবেক্ষণ করে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) প্রকাশ করে। এই সূচক অনুযায়ী শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য তা মারাত্মক ঝুঁকি তৈরি করে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি উপাদানের ভিত্তিতে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ নানা রোগে মৃত্যুহার বেড়েছে। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন