বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত লিলি অবিবাহিতা এবং একটি কলেজে পড়াশোনা করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত চলছে।



