মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
মিরপুর রোডে গ্যাসের একটি ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর একাংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের একটি ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস লিকেজ শুরু হয়। লিকেজ মেরামতের কাজ চালাতে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে চাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভালভটি দ্রুত পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে থেকেই ঢাকা মহানগরীতে কয়েকদিন ধরে গ্যাসের স্বল্পচাপ চলছে, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে চরমভাবে ব্যাহত করছে। এর মধ্যেই নতুন করে এই সমস্যার কথা জানানো হলো।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে একটি বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের সময় পাইপলাইনে পানি ঢুকে পড়ে। পাশাপাশি ঢাকায় সামগ্রিকভাবে গ্যাস সরবরাহ কম থাকায় মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে।



