Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

মোহাম্মদপুরে স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে দোকানের শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। সোমবার সকাল ১০টায় দোকান খুলতে গিয়ে দেখেন কেচিগেট ও শাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে। তার দাবি, দোকানে নিজের ৫০ ভরি স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। চুরি হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা, রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটে একদল চোর দোকানে প্রবেশ করে গ্লাস ভেঙে সিন্দুক বের করে নিয়ে যায়। তারা কিছুক্ষণ ভেতরে অবস্থান করে পরে একটি পিকআপে করে স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে একাধিক পুলিশ টিম কাজ শুরু করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন