ছবি : সংগৃহীত
রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশায় ঢেকে গেছে ঢাকা শহর। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে মোড়ানো রাজধানীতে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত।
শুক্রবার (২ জানুয়ারি) দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থায় রাজধানীবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তবে টানা কয়েকদিন পর আজ ঢাকায় সূর্যের দেখা মিলেছে, ফলে কুয়াশা কিছুটা কমতে শুরু করেছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আজ রাজধানীসহ দেশের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় কুয়াশা ছড়িয়ে আছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশ ছাড়া অন্যত্র কুয়াশার দাপট রয়েছে। তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে টানা কুয়াশা ছিল, যা কেটেছিল গত বুধবার। কিন্তু দুই দিন বিরতির পর আবার হঠাৎ কুয়াশা বেড়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতকালে কুয়াশা স্বাভাবিক হলেও এবার তা বেশি হওয়ার কারণ পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি। সাধারণত মাসে দুবার এ ধরনের লঘুচাপ দেখা দেয়, যা বৃষ্টি এনে কুয়াশা কমায় এবং বাতাসের গতি বাড়ায়। কিন্তু ডিসেম্বর থেকে লঘুচাপ না থাকায় কুয়াশা বেড়েছে।
তিনি আরও জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে কুয়াশা কমে এসেছে। তবে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কুয়াশা রয়েছে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে পারে।
সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



