ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র্যাম্প বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেট নামার র্যাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল থেকেই র্যাম্পটি বন্ধ রাখা হয়েছে এবং আনুমানিক বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এটি বন্ধ থাকতে পারে। জানাজা উপলক্ষে ওই এলাকায় যানবাহন ও জনসমাগম বেড়ে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান আজকের পত্রিকাকে জানান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই ফার্মগেট এলাকায় ভিড় বাড়তে থাকে। র্যাম্পের নিচে যান চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকায় এবং তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ফার্মগেট নামার র্যাম্পটি বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিকল্প হিসেবে চালকদের এফডিসি নামার র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়েন।
উল্লেখ্য, এর আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানাজা উপলক্ষে ফার্মগেট নামার র্যাম্প সাময়িকভাবে বন্ধ থাকার তথ্য জানিয়েছিল।



