Logo
Logo
×

রাজধানী

হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ

ছবি : সংগৃহীত

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটির নেতা-কর্মীরা। যদিও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবরোধ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়, তবে বেলা ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করে বসে পড়েন।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দালালি না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তুমি কে আমি কে? হাদি হাদি’।

প্রসঙ্গত, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গত শুক্রবার থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।

গত শনিবার রাতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনকে বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এর অংশ হিসেবে রোববার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। আজ সোমবার সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন