মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। যা অজ্ঞাত এক যুবকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।



