Logo
Logo
×

রাজধানী

শাহবাগ অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

শাহবাগ অবরোধ

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে অবরোধ শুরু হয়। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ওয়ারী, গেন্ডারিয়া ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিয়ে শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার জানান, তৎকালীন স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম উঠে আসার পর থেকে তার অপসারণ, গ্রেপ্তার ও বিচার দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে আসছে। একই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও জমা দিয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন