গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় নির্বাচনী প্রচারের বেশ কয়েকটি কার্যালয়ে ভাঙচুর হয়েছে। আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে। ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করছে।
রোববার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকী ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসরাক সিদ্দিকীর দাবি, ‘এই আসনে মনোনয়ন ঘিরে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। এ নিয়ে রোববার বিকেলে তাদের বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এ সময় বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।’
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ভাগ্নে হারুন অর রশিদ বলেন, ‘মজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে রাখালিয়া চালা এলাকায় ইসরাক সিদ্দিকীর অনুসারী নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে নেতা–কর্মীদের ওপর হামলা হয়। এতে দুজন গুরুতর আহত হন। তারা ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।’
এদিকে, এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। আসনটিতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।



