আজ থেকে ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
মেট্রোরেলের র্যাপিড পাসের অনলাইন রিচার্জ আজ থেকে শুরু হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনে এই সেবার উদ্বোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
আপনার যদি র্যাপিড পাস থাকে তাহলে আপনি https://rapidpass.com.bd -এ গিয়ে আপনার কার্ডটি রেজিস্ট্রেশন করে যে কোন ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ ইত্যাদি থেকে রিচার্জ করতে পারবেন।
এরপর যাত্রার পূর্বে আপনাকে এই AVM মেশিনে কার্ডটি টাচ করে নিলেই রিচার্জটি সক্রিয় হয়ে যাবে।
রিচার্জ ছাড়াও ট্যাপ করে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। আপাতত প্রতি স্টেশনে দুটি করে মেশিন আছে, ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে।



