ভূমিকম্পে পঙ্গু হাসপাতালের নতুন ভবনে ফাটল, রোগীদের মধ্যে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নতুন বহুতল ভবনে ফাটল ধরা পড়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর ঢাকার বিভিন্ন এলাকার পুরোনো ও নতুন ভবনে ফাটল দেখা যাওয়ার খবর মিলেছে।
সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতালের প্রধান ফটক পেরিয়েই যে নতুন ভবনটি রয়েছে, তার নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত একটি লম্বা ফাটল স্পষ্ট দেখা যায়। ঘটনাস্থলে বহু মানুষ ছবি ও ভিডিও তুলতে দেখা গেছে।
হাসপাতালের পরিচালক ডা. আবুল কেনান বলেন, “ফাটলটির বিষয়টি আমরা যাচাই করছি। এটি আগে থেকে ছিল, নাকি ভূমিকম্পে সৃষ্টি হয়েছে—তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।”



