পুরান ঢাকার বংশালে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্প শুরু হওয়ার পরপরই হঠাৎ ভবনটির রেলিং ভেঙে নিচে পড়ে। এ সময় সড়ক দিয়ে হাঁটছিলেন তিন পথচারী। রেলিং চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।



