রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। রোববার সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল বাসির প্রতিদিনের মতো হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছানোর মুহূর্তে তার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাঁর হাত ও পায়ে জখম হয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
আগামীকাল ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। আওয়ামী লীগ অনলাইনে কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা বেড়েছে।
শনিবার গভীর রাতে হাজারীবাগ বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন নেছা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহত কেউ নেই।



