গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এর আগে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তারা সেখানে অবস্থান নেয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার নিয়ে নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ও হাতে লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়। তাদের ব্যানারে সংগঠনের নাম ও কর্মসূচির আহ্বান লেখা ছিল।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের সময়ও আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছিল। পরে ভবনটি কয়েক মাস পরিত্যক্ত থাকার পর ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর পক্ষের শক্তিগুলো সেখানে স্থাপন করে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’।
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার দুপুরে এ তারিখ ঘোষণা করেন। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে মামুন আদালতে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



