Logo
Logo
×

রাজধানী

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানীতে গ্রেফতার ৪৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানীতে গ্রেফতার ৪৪

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে।

বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া কর্মকর্তা ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, লকডাউনকে ঘিরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে।

এদিকে রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। সকালে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

বিজিবি জানিয়েছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে জন্যই রাজধানীতে তাদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাশকতার চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন