Logo
Logo
×

রাজধানী

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রভর্তি ব্যাগ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রভর্তি ব্যাগ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক ভর্তি একটি ট্রলিব্যাগ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে তল্লাশি চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন