Logo
Logo
×

রাজধানী

অধ্যক্ষের অনুরোধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

অধ্যক্ষের অনুরোধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ছবি : সংগৃহীত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার现场ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা তাদের অনুরোধে সাড়া দিয়ে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন আইন অনুযায়ী ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট বিভাগ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা কলেজটির শতবর্ষের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলবে। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা ভালো হলেও ঐতিহ্য সংরক্ষণ করেই তা বাস্তবায়ন করতে হবে।

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা কমনরুমে আটকে রাখলে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ সময় উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির ঘটনা ঘটে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আইন সংশোধনের দাবিতে সরাসরি রাজপথে নেমে প্রতিবাদ জানায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন