Logo
Logo
×

রাজধানী

মালিবাগে বোরকা পরে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম

মালিবাগে বোরকা পরে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ছবি : সংগৃহীত

যাত্রাবাড়ীর স্বর্ণ চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর মালিবাগে আরও বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে মৌচাকের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে দুইজন চোর বোরকা পরে দোকানে প্রবেশ করে শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি ধরা পড়ে।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার, ১০০ ভরি বন্ধক রাখা স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা সবই চুরি হয়েছে। তিনি প্রতিদিনের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যান এবং ভোরে দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।

এর আগে, গত ৫ অক্টোবর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকানে দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণ ও পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় মামলা দায়ের করে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তে অভিযান চালাচ্ছে।

পরপর দুটি বড় চুরির ঘটনায় রাজধানীর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। পুলিশ তদন্ত জোরদার করেছে এবং চোরচক্রকে ধরতে তৎপরতা চালাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন