রামগতি সমিতির নির্বাচনে মিজান-মাসুদ-জুয়েল প্যানেল জয়ী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
ছবি-যুগের চিন্তা
রামগতি উপজেলা সামিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মিজান-মাসুদ-জুয়েল প্যানেল বিজয় লাভ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম জসিম উদ্দিন।
৩ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজান আহমেহ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আতিক উল্যাহ পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন মাসুদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল হামিদ পেয়েছেন ৪ ভোট। সংগঠনিক সম্পাদক পদে ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ জুয়েল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল খালেক মাসুদ পেয়েছেন ১২ ভোট। কমিটিতে মোট পদ ৩৫ টির মধ্যে ১২টি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। বাকি ২৩ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, একক প্রার্থী হিসাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, ঢাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
নব-নির্বাচিত সভাপতি মিজান আহমেদ বলেন, ভোটারদের কাছে আমরা কৃতজ্ঞ, সামনের দিনে সকলের সহযোগিতা আশা করছি।
কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে হেলাল উদ্দিন বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং ভোটার আমাদের প্যানেলের উপর আস্থা রেখেছেন তাই তাদের ধন্যবাদ। আগামী দিনে ঢাকাস্থ রামগতির মানুষের কল্যাণে কাজ করে যাবো।



