Logo
Logo
×

রাজধানী

রামপুরা খালের ওপর তিনটি সেতু নির্মাণ করা হবে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

রামপুরা খালের ওপর তিনটি সেতু নির্মাণ করা হবে

ছবি-সংগৃহীত

রামপুরা খালের ওপর তিনটি সেতু নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে একটির নাম হবে কবি ও চিন্তক ফরহাদ মজহারের নামে (ফরহাদ মজহার সেতু)। তিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের স্বামী। বাকি দুটি সেতুর নাম হবে নগর মৈত্রী ও নড়াই সেতু।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তিনটি সেতু উদ্বোধন করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফেসবুক পেজ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বনশ্রী আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের জন্য নড়াই নদীর (রামপুরা খাল) উপর তিনটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

জানা গেছে, রাজধানীতে একমাত্র খিলগাঁও এলাকায় কয়েকটি বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এ সংক্রান্ত প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলছিল। এরই মধ্যে সেতু নির্মাণের এই ঘোষণা এলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন