রাজধানীর কুড়িলে সড়ক অবরোধে তীব্র যানজট
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
ছবি-সংগৃহীত
বকেয়া বেতন–ভাতার দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
পৌনে তিন ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ক থেকে পোশাক শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইউরোজোন ফ্যাশনের কয়েক শ শ্রমিক কয়েক মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে বিকেল ৩টার দিকে কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মিজানুর রহমান বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে কয়েক দিন আগেও ইউরোজোন ফ্যাশন নামের পোশাক কারখানাটির শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছিলেন। কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওনা টাকা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পোশাক শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।



